chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৫ মার্চের পর বাজারে পলিথিন পেলে কঠোর ব্যবস্থা

চট্টলা ডেস্ক:আগামী ২৫ মার্চের পর বাজারে পলিথিন পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

সোমবার (১৪ মার্চ) সকালে নগরীর রিয়াজউদ্দিন বাজারে পলিথিন ব্যবহার বন্ধে এক প্রচারণা অনুষ্ঠান তিনি এ হুঁশিয়ারি দেন।

মেয়র বলেন, পলিথিন বা প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকর বিষয়ে নগরবাসীকে বারবার সচেতন করা হয়েছে। কিন্তু অনেকে বিষয়টি অনেকে আমলে নিচ্ছে না। পলিথিন ব্যবহারের ব্যাপারে চসিক কঠোর পদক্ষেপের পর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বেশ কয়েক বার বাড়ানো হয়েছে। আগামী ২৫মার্চের আগে পলিথিন যাদের আছে তা সরিয়ে নিয়ে বিকল্প চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। এ সময়ের পর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় মেয়রের সঙ্গে চসিক কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগসহ রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

আরকে/

এই বিভাগের আরও খবর