chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীর বুকে তৈরি হয়েছে ‘পলিথিনের চর’

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা । পলিথিনই এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। পানি নিষ্কাষণে বাধা সৃষ্টি করছে অপচনশীল পলিথিন। এগুলোর সর্বত্র ব্যবহারের ফলে শহরাঞ্চলের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয় এর প্রভাবে কর্ণফুলী নদীতে গিয়ে নাব্যতার জন্য হুমকির সৃষ্টি করছে প্রতিনিয়ত। যেন কর্ণফুলীর বুকে তৈরি হয়েছে ‘পলিথিনের চর’।

কর্ণফুলীর বুকে তৈরি হয়েছে ‘পলিথিনের চর’

নদীর পানিতে বিপুল পরিমাণ পলিথিন ভাসমান অবস্থায় আস্তরণ সৃষ্টি করছে। যা নদীর জীববৈচিত্রও ধ্বংস করছে। এছাড়া এসব পলিথিনের জঞ্জাল অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলীকে ক্রমে মেরে ফেলছে। পলিথিন জঞ্জালের ব্যাপারে বিশেষ পদক্ষেপ এবং নাগরিক সচেতনতা তৈরি না হলে চট্টগ্রামের এই নদী রক্ষা করা কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

এই বিভাগের আরও খবর