chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার জরিমানা গুনলো খুলশী মার্ট

চট্টলা ডেস্কঃ নগরীর খুলশী থানার সুপার শপ খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমান আদালত। কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অবহেলা দ্বারা সেবাগ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কাজ করায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

মারুফা বেগম নেলী জানান, চসিকের উদ্যোগে নগরের খুলশী থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালিত হয়েছে। এ সময় কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অবহেলা দ্বারা সেবাগ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কাজ করায় খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযানে অব্যাহত থাকবে।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর