chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদা থেকে ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ফের অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে চট্টগ্রাম নৌ-পুলিশ।

নদীতে মা মাছ রক্ষায় আজ বুধবার (২ মার্চ) সকালে নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নৌপুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, হালদা নদীর মোহনা থেকে ছায়ার চর পর্যন্ত অংশে সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ১০ হাজার মিটার সুতার ভাসান জাল পাতানো অবস্থায় জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে গত প্রায় এক মাসে হালদা নদী থেকে ২১ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ মিটার ভাসান জাল জব্দ করেছিল নৌ-পুলিশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর