chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী গমের দাম

অর্থনীতি ডেস্কঃ টানা কয়েক দিন ধরে বিশ্ববাজারে বেড়েই চলেছে গমের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উত্তেজনায় পণ্যবাজার অস্থির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাজারে যেখানে গমের দাম ছিল প্রতি বুশেল ৫.০৫ ডলার, এক সপ্তাহ আগে দাম বেড়ে হয়েছে ৭.৩০ ডলার। আর গত বৃহস্পতিবার দাম আরো বেড়ে হয়েছে প্রতি বুশেল ৭.৯৩ ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, ‘বিশ্বের মোট গম সরবরাহের ২৯ শতাংশই আসে ইউক্রেন ও রাশিয়া থেকে। দুই দেশের যুদ্ধ শুরু হয়ে গেলে গমসহ অন্যান্য খাদ্যপণ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে এখন থেকেই দাম বাড়তে শুরু করেছে’।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) হিসাব অনুযায়ী রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ আর ইউক্রেন চতুর্থ। দুই দেশ মিলে বিশ্বে এক-তৃতীয়াংশ গম সরবরাহ করে। এ ছাড়া ইউক্রেন সূর্যমুখী তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর