chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৯৩.৫৮ শতাংশ পরীক্ষার্থীর এইচএসসি পাস

ডেস্ক নিউজ: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ।  গত বছর পাসের হার ছিল ১০০ শতাংশ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পরীক্ষার ফল প্রকাশ ও ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন  এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন। এছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪২, সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন। চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন।

এদিকে আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।

নচ/চখ

এই বিভাগের আরও খবর