chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের জন্য ৩শ কোটি রুপি বরাদ্ধ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশের জন্য তিন শ’ কোটি টাকা বরাদ্দ করলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশগুলির জন্যও আগের মতোই অর্থ বরাদ্দ করে ভারতের নরেন্দ্র মোদী সরকার। গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে ২০২২-২৩ সালের বাজেট উপস্থাপনের সময় বাংলাদেশের জন্য প্রায় ৩৪৪ কোটি ৮০ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন অর্থমন্ত্রী।

অন্যদিকে নেপালের জন্য আগামী অর্থবছরে ৭৫০ কোটি রুপি সহায়তা বরাদ্দ দিয়েছে ভারত। তবে এবার চমক হলো, তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও দুই শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মালদ্বীপের জন্য ৩৬০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত। বিদায়ি অর্থবছরে এ সহায়তার পরিমাণ ছিল ২৫০ কোটি রুপি। মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ছয় শ’ কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন।

সব চেয়ে বেশি বরাদ্দ রয়েছে ভুটানে জন্য, দুই হাজার ২৬৬ কোটি টাকা। তারপরে রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ আছে নয়শ কোটি টাকা।আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি টাকা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর