chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢামেক নতুন ১০তলা ভবনে আগুন আতঙ্ক!

চট্টলা ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ নং ১০ তলা নতুন ভবনের দশম তলার ১০৯ নম্বর কেবিনে হঠাৎ ধোঁয়া দেখে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মাঝে।

আজ বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালটির নতুন ভবনে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও ঘটনাস্থলে পৌছে যায়।

তবে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন পাননি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাসপাতালের ১০৯ নম্বর কেবিনে টিউবলাইটের একটি স্টার্টার গরম হয়ে ধোঁয়া বের হয়।

সেই ধোঁয়া দেখেই আগুন আতঙ্কে আট তলায় ভর্তি রোগীরা চিৎকার করতে থাকেন। সেখানে অবস্থানরত স্বজনরা রোগীদের নিয়ে বের হওয়ার চেষ্টা করেন।

কোন সমস্যা হয়নি জানিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা সদর জোন-১-এর উপসহকারী পরিচালক মো. বজলুর রশীদ সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেলে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট হাসপাতালে ছুটে আসে।

তবে ঘটনাস্থলে এসে আগুনের কোন চিহ্ন পাওয়া যায়নি। একটি কেবিনের শর্ট সার্কিট হয়ে টিউবলাইটে স্পার্ক করায় ধোঁয়া সৃষ্টি হয়। এতে রোগী ও রোগীর স্বজনরা আতঙ্কিত হয়ে হাসপাতালের নিচে নেমে যায়। আমরা তাদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর