chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০ হাজার অসহায় মানুষের পাশে বিসিবি

প্রায় ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (এপ্রিল ১২) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে জনসাধারণের কি কাজে আসতে পারি সেটা চিন্তা করেই এই সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব জায়গায় মানুষ করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় আমরা খাদ্য বিতরণ করবো। মাসব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে, এটা আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু করবো।’

এছাড়া হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের দিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি।

মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আমরা বোর্ডের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি। তারা আমাদের কাছে আবেদন করেছিল। তারা সবাই খুব গরিব ঘরের ছেলে এবং খুব কষ্টে আছে। এদেরও আমরা চাচ্ছি একটা সাহায্য করতে, আমাদের সভাপতি, পরিচালকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

এর আগে বিসিবির চুক্তিবদ্ধ ১৭ জন ক্রিকেটারসহ ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করেন। পরে প্রথম শ্রেণির আরও ৯১ ক্রিকেটাররাও আর্থিক সহায়তা দেন।

এই বিভাগের আরও খবর