chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ জাতীয় গ্রন্থাগার দিবস

আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০। পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি ৩য় বারের মতো দেশব্যাপি ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০’ পালিত হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কবি সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার দেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রতিবারের মতো এবারও শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বর থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শওকত ওসমান মিলনায়তনে দিবসটির গুরুত্ব বিবেচনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এর উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক থাকবেন লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। এবছর ৩য় বারের মতো দেশব্যাপি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হবে।

এই বিভাগের আরও খবর