chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নূর আহমদ চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকীতে চসিকের শ্রদ্ধাঞ্জলি

ডেস্ক নিউজ: চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান, অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবর্তক মরহুম নূর আহমদ এর মৃত্যুবাষির্কী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

আজ শুক্রবার সকালে আলকরণস্থ মরহুমের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে চসিক সমাজ কল্যাণ ও কমিউনিটি সেন্টার স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম বলেছেন, নূর আহমদ চেয়ারম্যান ৩৩ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে পৌরসভার এক নবদিগন্তের সূচনা করেছিলেন।

তিনি ভাষা আন্দোলন সহ দেশের সমাজ সংস্কারে অনেক অবদান রেখেছেন তা আজকের দিনের নেতা কর্মীদের জন্য শিক্ষনীয় বিষয়।

ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, মরহুম নূর আহমদ চেয়ারম্যান অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তনে যে অবদান রেখেছেন তা স্মরণীয়। তিনি চট্টগ্রামবাসী সহ সারাদেশে সমাজ সংস্কারে যে অবদানগুলো রেখে গেছেন তার সুফল আমরা এখনো ভোগ করে যাচ্ছি।

চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, ভালো কাজের স্বীকৃতি যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে। তিনি নূর আহমদ চেয়ারম্যানের জীবন থেকে শিক্ষা গ্রহণ আজ সময়ের দাবি বলে মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, চসিক উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈন আলী চৌধুরী জয়, অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ আমিনুক হক, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ মাহফুজুর রহমান, অধ্যক্ষ শাহেদুল হক চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. সজীব তালুকদার, হুমায়ুন রশীদ, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর