chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ মহানবমী

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজার চতুর্থদিনে আজ বিহিত পূজার মাধ্যমে শুরু হবে মহানবমী পূজা।

সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে।

আজ মহানবমী
নগরের শত বছরের পুরানো আগ্রাবাদ গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এবার নিয়ে ১২৭ বারের মতো দূগাপূর্জা আয়োজন করেছেন মন্দরটি। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী

সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা শুরু হবে। শুক্রবার (১৫ অক্টোবর) দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।

এবছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। এবার চট্টগ্রাম নগরের ২৭৭ টি পূজামণ্ডপে একযোগে সনাতন রীতিতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় ১ হাজার ৯৬৪টি পূজামণ্ডপেও চলছে পূজার নানান আনুষ্ঠিকতা। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারও প্রত্যেকটি পূজামণ্ডপে মাস্ক পরে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর