chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুয়েটে বিশ্ব শিক্ষক দিবসে লেখক-গবেষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিশ্ব শিক্ষক দিবস-২০২১ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৫ অক্টোবর)সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে ÒWriting Quality Research Articles & Identifying Relevant Journals to Read & PublishÓ শিরোনামে লেখক-গবেষক কর্মশালার (Author Workshop) আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।

লেখক-গবেষক কর্মশালাটি পরিচালনা করেন এলসেভির (Elsevier)-এর সিনিয়র কাস্টমার কনসাল্টেন্ট জনাব ভিশাল গুপ্ত। অনুষ্ঠানের শুরুতে চুয়েটের গবেষণা কর্মকাণ্ড নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এলসেভির (Elsevier)-এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক জনাব নিথিন রাওয়াত।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, একাডেমিক ক্ষেত্রে কোয়ালিটি জার্নালের গুরুত্ব অপরিসীম। কী পরিমাণ আর্টিক্যাল প্রকাশিত হচ্ছে এবং সেগুলো কোথায় প্রকাশিত হচ্ছে সেটার উপরেই একজন গবেষকের কর্মক্ষমতা ও দক্ষতার পরিচয় বহন করে। ভালো ও মানসম্পন্ন গবেষণাকর্মের নৈতিক ভিত্তিটি মজবুত হতে হয়। সেজন্য গবেষণা ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহীতা দৃঢ়ভাবে মেনে চলা উচিত। আজকের এই কর্মশালা আমাদের শিক্ষকবৃন্দদের এ বিষয়ে আরও সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।

এছাড়াও বিশ্ব শিক্ষক দিবস-২০২১ উপলক্ষ্যে “চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে বাংলাদেশ: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ভূমিকা” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উক্ত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর