chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুমন চাকমাকে চিকিৎসা না দেওয়া ডাক্তারদের নাম জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চাকমাকে যেসব   হাসপাতালের ডাক্তারা চিকিৎসা দেয়নি সেসব ডাক্তারদের নাম জানতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স এসব কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দায়িত্ব পালনকালে কেউ যদি কোভিড-১৯ এ আক্রান্ত হন তবে তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা সরকার নেবে। তাদের জন্য একটা স্বাস্থ্য বীমার ব্যবস্থা করে দেবো আমরা। যারা আক্রান্ত হবে তাদের জন্য আমরা পদমর্যাযদা অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার একটা স্বাস্থ্যবীমা করে দেবো। আর খোদা না করুক কেউ যদি মৃত্যুবরণ করেন তবে তাদের জন্য এই বীমাটা আমরা ৫গুণ বাড়িয়ে দেবো।’

দায়িত্বপালনকারী সবাইকে বিশেষ ইন্সুরেন্স দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের জন্য আমরা একটা বিশেষ ইন্সুরেন্সের ব্যবস্থা করে দেবো। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি।  ইতোমধ্যে আমি বলে দিয়েছি।

উল্লেখ্য,  সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২২তম ব্যাচের। গত সোমবার (৬ এপ্রিল) করোনা রোগি ভেবে চিকিৎসায় না দেওয়ায় মারা যান তিনি। এরপর অনলাইনে শুরু হয় সমোলচনা ঝড়। দেশের প্রায় সবকটি পত্রিকায় শিরোনাম হয়ে ওঠে।

এই বিভাগের আরও খবর