chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্ত্রী নির্যাতন করায় চাকরি গেল এসআই নাছিরের

ডেস্ক নিউজ: যৌতুকের কারণে স্ত্রী নির্যাতন এবং অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) নাছির আহম্মেদকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত মঙ্গলবার ডিএমপির উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

পুলিশের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রুবিনা আক্তার রুনার সঙ্গে পাবনা শহরের কাচারীপাড়ার মোস্তাক আহম্মেদের ছেলে নাছির আহম্মেদের বিয়ে হয় ২০১২ সালের ২১ ডিসেম্বর। অভিযোগ রয়েছে বিয়ের পর থেকেই নাছির পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তার স্ত্রীর পরিবারের নিকট । টাকা না দেওয়ায় নাছির প্রায়ই রুবিনা খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ উঠে । বিয়ের প্রায় দুই বছর পর ২০১৪ সালের ১১ নভেম্বর নাছির এসআই পদে পুলিশের চাকরি পান।

যৌতুক দাবি ও মেয়ে মারধরের ঘটনায় রুবিনার বাবা ২০১৯ সালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাছিরসহ তার বাবা-মা ও বোনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নাছির আদালতে জামিনের জন্য হাজির হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। এ ছাড়া নাছির আহম্মেদ অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এমন অভিযোগ ও রয়েছে। এসব ঘটনায় পুলিশ সদর দপ্তর নাছিরকে সাময়িক বরখাস্ত সহ বিভাগীয় মামলা করে। পরে বিভিন্ন তদন্তে নাছিরের বিরুদ্ধে অপরাধের প্রমানের সত্যতা মিলে ।এ কারণে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। আর এম পির একটি সুত্র জানায় এস আই নাসির বোয়ালিয়া মডেল থানায় থাকা কালিন সময়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পালন করা কালে তার নামে ডজন অভিযোগ উঠেছিল। সুত্র মতে নাসিরের চাকরি থাকা কালিন সময়ে তিনি নিজের ফেজবুক থেকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি উল্লেখ করেন তার স্ত্রীর দারা তিনি প্রতিনিয়ত নির্যতিত হচ্ছেন। সুত্র মতে তখন তার কোন কথা আমলে নেয়নি সংশ্লিষ্ট মহল। অভিযোগ রয়েছে তার শসুর পরিবার ক্ষমতা শালী হয়ার কারনেই এস আই নাসিরকে পুর্বেও লাঞ্চিত হয়েছিল।