chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আত্মহত্যার চেষ্টা এক চবি ছাত্রের

পরীক্ষায় প্রথম শ্রেণি না পাওয়ায়

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষা প্রথম শ্রেণি না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যায়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

আত্মহত্যার চেষ্টাকারী ওই শিক্ষার্থীর নাম দেলোয়ার হোসেন। তিনি নৃবিজ্ঞান ১৮-১৯ সেশনের শিক্ষার্থীর।

জানা যায়, দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায় তিনি সিজিপিএ ২.৭৭ পান। প্রথম শ্রেণি না পাওয়ায় নিজের মোবাইল ভেঙে সেই কাঁচ দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. অরুপ বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা প্রক্টরিয়াল দ্রুত সেখানে যাই। গিয়ে দেখি সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হলে জ্ঞান ফিরে আসে।

তিনি বলেন, দ্বিতীয় বর্ষের ফলাফল হাতে পেলে আশানরূপ রেজাল্ট না করায় সে হতাশ হয়ে পড়ে। তাই আত্মহত্যার চেষ্টা করে। চবি মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, তাকে চিকিৎসা ও সেলাইন দিলে জ্ঞান ফিরে আসে। স্বাভাবিক হওয়ার পর সে জানায় পরীক্ষায় ফার্স্টক্লাস না পাওয়ায় এই কাজ করেছে। পরে তার বন্ধুরা এসে তাকে নিয়ে যায়।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর