chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাঃ নির্বাচন অনির্দিষ্টকালের  জন্য পেছালো রাশিয়া

বিশ্বমহামারির করোনাভাইরাসের পরিস্থিতি খারাপের দিকে মোড় নেওয়ায়, রাশিয়ার সংবিধান সংশোধনের জন্য এপ্রিলের ২২ তারিখ অনুষ্ঠেয় গণভোট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

 

এর আগে, নভেল করোনাভাইরাসে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫৮ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।

প্রেসিডেন্ট পুতিন বলেন, তার কাছে জনগণের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা। তাই এসবের ঝুঁকির কথা চিন্তা করে তিনি গণভোট পিছিয়ে দিয়েছেন। গণভোটের তারিখ পরে কোনো সরকারি ঘোষণার মাধ্যমে জানানো হবে।

পুতিন আরো বলেন, রাশিয়ার ব্যাপক আয়তনের কারণে করোনাভাইরাস সংক্রমণ বন্ধ করা প্রায় অসম্ভব। কিন্তু, এ সংক্রমণ ঠেকাতে রাশিয়ার নাগরিকদের এক সপ্তাহ বাইরে না বের হওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়াও, করোনাভাইরাস সংক্রমণের মুখে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তারপরও, চাকরিজীবীদের এক সপ্তাহ কাজে না গিয়েই বেতন নেওয়ার সুবিধা এবং এই সংকটের মধ্যে চাকরিচ্যুতদের অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা দেন তিনি।

এই বিভাগের আরও খবর