chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বুর্কিনা ফাসোতে অস্ত্রধারীর হামলায় ১০০ বেসামরিক মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর একটি গ্রামে বর্বরোচিত হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ হামলায় ১০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তরে সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা রাতভর হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে। হামলার সময় তাদের ঘরবাড়ি এবং মার্কেটও পুড়িয়ে দেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় এখনও কেউ বা কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বিশেষ করে নাইজার ও মালি সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের এই ধরনের হামলা প্রায়শ দেখা যায়।

প্রেসিডেন্ট কাবোরে এক টুইট বার্তায় এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‘নিরাপত্তা বাহিনী বর্তমানে সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে’।

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাতে অপর এক হামলায় সোলহানের ১৫০ কিলোমিটার উত্তরে তাদেরিয়াত গ্রামে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। গত মাসে বুর্কিনা ফাসোর পূর্ব দিকে এক হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন।

এমআই/চখ