chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাগরিকদের সচেতন করতে রাস্তায় মেয়র

করোনা ভাইরাস সম্পর্কে নাগরিকদের সচেতন করতে নগরীর রাস্তায় রাস্তায় মাইকিং করেছে চসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।এমসয় তিনি মরণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেন।

সোমবার (২৩ মার্চ) নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরবাসীদের সতর্ক করেন তিনি।

সিটি মেয়র বলেন, করোনা ভাইরাসের কারণে আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা সচেতন হবেন এবং সতর্ক থাকবেন।করোনা ভাইরাস ইতোমধ্যে বাংলাদেশে এসে গেছে। এই নগরীকে নিরাপদ রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে।

তিনি বলেন, শুধু নিজের নিরাপত্তা নয়, পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করুন, প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করুন। ইতোমধ্যে আমরা নগররী পার্ক ও বিনোদন সেন্টারগুলো বন্ধ করে দিয়েছি। জনস্বার্থের কথা বিবেচনা করে সব ধরনের জনসমাগম বন্ধ করার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যেটি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে।আপনারা জরুরী প্রয়োজন ব্যতীত আপনারা বাসা থেকে বের হবেন না।সব সময় কমপক্ষে তিন ফিট দুরত্ব বজায় রাখুন।এসময় তিনি গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

 

এই বিভাগের আরও খবর