chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিশুদের করোনা টিকা দেওয়া শুরু করেছে দুবাই

ডেস্ক নিউজ: ১২-১৫ বছর বয়সী শিশু-কিশোরদের প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে দুবাই

রবিবার (২৩ মে) এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

দুবাইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অভিভাবকরা এখন থেকে তাদের সন্তানদের জন্য টিকার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ডিএইচএ অ্যাপের মাধ্যমে বুকিং দিতে হবে।

ডিএইচএর ক্লিনিকাল সহায়তা পরিষেবার সিইও ডা. ফরিদা আল খাজা বলেন, টিকার দুটি ডোজ নেওয়ার পরও এই বয়সী শিশুদের ওপর সতর্কতা অবলম্বন করতে হবে। আর তা অভিভাবকদের দায়িত্ব।

যাদের শরীরে অন্যান্য রোগ আছে তাদেেকে টিকা দেওয়ার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া যারা বয়স্ক এবং অসুস্থ রোগীদের সাথে বসবাস করছে তারাও অগ্রাধিকার পাবে। এর মধ্য দিয়ে পরিবারের বাকি সদস্যরাও সুরক্ষিত থাকবে, যোগ করেন তিনি।

আর যারা হালকা উপসর্গ বা উপসর্গহীন হয়ে করোনায় আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে আগে ১০ দিনের আইসোলেশন করতে হবে। এরপরই কেবল তারা টিকা পাবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর