chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পিআইডি ও বিস্ফোরক পরিদপ্তরের যৌথ আলোচনাসভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম পিআইডি ও বিস্ফোরক পরিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম পিআইডির সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় চট্টগ্রাম পিআইডির উপ প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ নামক এ ভূখন্ড সৃষ্টি হতো না, আমিও অফিসার হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পারতাম না। তিনি বাঙালি জাতিকে শোষণ ও নির্যাতনের হাত থেকে মুক্তির দাবি পেশ করেছেন, দাবিনামা আদায়ের সংগ্রামে লিপ্ত হয়েছেন, দাবির পক্ষে জনগণকে সংগঠিত করেছেন।

তিনি বলেন, তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন-সার্বভৌম দেশের অভ্যুদয় ঘটিয়েছেন। দেশের শাসনতন্ত্র দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে একজন নেতার জীবনে এমন কৃতিত্ব আর দ্বিতীয় ব্যক্তি নেই।বঙ্গবন্ধুর মত একজন মহান নেতার জন্মশতবার্ষিকী পালন করতে পেরে সমগ্র জাতি আজ সম্মানিত হয়েছেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে কেক কাটা হয় ও দোয়া করা হয়। এ সময় পিআইডিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার দেখতে অনেক দর্শনার্থী আসেন। উপপ্রধান তথ্য অফিসার দর্শনার্থীদেরকে বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত বিভিন্ন সংবাদ সম্পর্কে অবহিত করেন।

জেলা বিস্ফোরক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম পিআইডি ও বিস্ফোরক পরিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর