chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামী-শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়িতে স্বামীর ছোড়া কেরোসিনের আগুনে দগ্ধ গৃহবধু ফাতেমা আক্তার (২৩) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় পুলিশ তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে।

ফাতেমা আক্তার দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১৬ মার্চ) ভোর ৫ টায় মারা যান।

ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নস্থ ৮নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ফাতেমা আক্তার (২৩) একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে। অপরদিকে, তার স্বামী ইমাম হোসেন (৩০) মোহাম্মপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, ফাতেমার শরীরের ৭৫ শতাংশ অঙ্গ দ্বগ্ধ হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রগুলো আরো জানায়, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা কারণে কলহ লেগেই থাকত। বেশ কয়েকবার স্থানীয় শালিসের মাধ্যমে তাদের মিলমিশ করে দেয়া হয়েছিল।

রবিবার রাতে মাদকাসক্ত স্বামীর সাথে দেরিতে বাড়ি ফেরা নিয়ে কথা কাটাকাটি হয় ফাতেমার। এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কেরোসিন ফাতেমার শরীরে ঢেলে দিয়ে গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলে ভূজপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর ফাতেমার বাবা আবদুল গফুর ভুজপুর থানায় মামলা দায়ের করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর