chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক: সবাইকে চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী

আজ বুধবার (১০ মার্চ) বিকেলে চসিকের সভাকক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রেজাউল করিম চৌধুরী বলেন, সম্মিলিতভাবে কাজ করলে যেকোন কাজেই সফলতা লাভ করা যায়। এজন্য দরকার কাজ করার মানসিকতা। যার যার অবস্থান থেকে নগর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

চসিক মেয়র বলেন, সিটি কর্পোরেশনের যেকোন বিভাগেই শৃঙ্খলা যেনো নষ্ট না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। চেইন অব কমান্ড যেনো লঙ্ঘিত না হয় সে বিষয়ে সিনিয়র- জুনিয়র সকলকেই সজাগ থাকতে হবে। একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার শৃঙ্খলার উপর।

অনুষ্ঠানে সিবিএ নেতৃবৃন্দরা শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মেয়রকে দাবিনামা পেশ করেন।
সিটি মেয়র দাবিনামা গ্রহণ করেন এবং উনার বক্তব্যে গ্রহণযোগ্য দাবি-দাওয়া নিয়ে ভেবে দেখবেন বলে জানান।

সংগঠনের সভাপতি ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ মঞ্জু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর