chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তিন দফা দাবিতে আইডিইবি মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ৩ দফা দাবিতে আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাফর আহমেদ সাদেক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ন্যাশনাল বিলি কোড -২০২০ ও ৮ ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা -২০০৮ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নকৃত ধারা সমূহ অবিলম্বে সংশোধন করতে হবে।

কারিগরি শিক্ষাখাতে অতি দ্রুত শিক্ষাবান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করে কারিগরি শিক্ষার্থী ও শিক্ষকদের হতাশা দূর করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন -২০ ৪১ বাস্তবায়নে পর্যাপ্ত কারিগরি জনশক্তি তৈরীয় পথ ঠিক ৰাখতে হবে।’

সমাবেশ ও মানববন্ধন শেষে আইইডিৰি চট্টগ্রাম জেলার একটি প্রতিনিধি দল ৩ দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক চট্টগ্রাম এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর