chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুজিববর্ষের কর্মসূচি প্রকাশ করেছে চসিক

মুজিব শতবর্ষ মহাসমারোহে উদযাপন করার প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানা হয়।

সেখানে বলা হয়, বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ ই মার্চ ২০২০ ইং রাষ্ট্রীয়ভাবে মুজিব শতবর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় বঙ্গবন্ধুর আদর্শের অকৃত্রিম সেনানী চট্টলবন্ধু আ.জ.ম নাছির উদ্দীন তার নেতৃত্বাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মুজিব শতবর্ষ মহাসমারোহে উদযাপন করার প্রস্তুতি নিয়েছে।

একই পোস্টে ১৭ মার্চের কর্মসূচিও প্রকাশ করা হয়। সেগুলো হল:

১। সকাল ৯ টায় আন্দরকিল্লাস্থ চসিকের পুরাতন ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

২। সকাল ৯ঃ১৫ ঘটিকায় চসিক পুরাতন ভবনের আব্দুস সাত্তার মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কেক কেটে উদযাপন।

৩। রাত ৮ ঘটিকায় এম এ আজিজ স্টেডিয়ামে ও একই সাথে ৪১ টি ওয়ার্ডে আতশবাজি ফোটানো।

৪। রাত ৮ঃ১৫ ঘটিকায় এম এ আজিজ স্টেডিয়ামে ও নগরের ১৫ টি স্থান হতে ফানুস উড়ানো।

মুজিববর্ষে গৃহীত অন্যান্য কার্যক্রমঃ

১। ১ জানুয়ারি থেকে মশকমুক্ত পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ার লক্ষ্য বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম।

২। ৫ মার্চ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আলোক সজ্জাকরণ।

৩। নগরীর সকল গুরুত্বপূর্ণ রোড, সার্কেল ও মিডিয়ানে কাইট ও কাট আউট দিয়ে মুজিববর্ষের ব্রান্ডিং

৪। নগরীর ৪ টি প্রবেশমুখসহ ৫ টি স্থানে মুজিববর্ষের থিম সংবলিত গেইট স্থাপন যা আজ কালের মধ্যে শেষ হবে।

৫। নগরীর গুরুত্বপূর্ণ কিছু স্থানে ম্যুরাল পেইন্টিং ও দেওয়াল লিখন যার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী ও তার গুরুত্বপূর্ণ বাণীসমূহ দৃষ্টিনন্দন ফর্মে উপস্থাপন করা হচ্ছে।

৬। সিটি কর্পোরেশন এর সকল স্থাপনায় লাইটিং ও ড্রপডাউন ব্যানার দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।

৭। চট্রগ্রামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য নির্মাণ যার রেপ্লিকা ১৬ তারিখ মাননীয় মেয়র কর্তৃক উদ্বোধন করা হবে।

৮। এছাড়াও সকল সরকারি ও বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা করার জন্য মাননীয় মেয়র এর নির্দেশে পত্র প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর