chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আসছেন শুক্রবার

উদ্বোধন করবেন নতুন এসপি কার্যালয়

ডেস্ক নিউজ : প্রতিষ্ঠার পর থেকেই ষোলশহর ২নম্বর গেট এলাকায় ব্যবহৃত পুলিশ সুপারের কার্যালয় বর্তমানে নতুন করে নির্মাণ করা হয়েছে। পুরাতন ভবনে জায়গা সংকুলানের কারণে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে গণপূর্ত অধিদপ্তরে কর্তৃক সবুজ সংকেত দেওয়া হয়। চারতলা এই ভবন নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছিলো ৯ কোটি ১৭ লক্ষ টাকা।

আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চট্টগ্রাম জেলা পুলিশের (এসপি) কার্যালয়টি।

উল্লেখ্য, ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলে জেলা পুলিশের কার্যক্রম অস্থায়ীভাবে হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে সম্পাদন করা হয়। বর্তমানে পুলিশ লাইন্সের একটি ভবনে জেলা পুলিশের কার্যক্রম চললেও, নির্মাণকাজ শেষ হলে নতুন ভবনে তা স্থানান্তর করা হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক বলেন, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশের কার্যালয়টি উদ্বোধন করা হবে। উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পরপর পুনরায় এ ভবনে চট্টগ্রাম জেলা পুলিশের কার্যক্রম ফিরতে যাচ্ছে।

ইনি/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর