chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাতৃভাষা দিবসে পাহাড়তলীতে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীতে স্পৃহা মানবিক সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১২ টায় পাহাড়তলী থানাধীন সরাইপাড়া বহরা মসজিদ সংলগ্ন আশরাফ আলীর মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন, বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, ১২ নং সরাইপাড়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবিএম লুৎফুল হক খুশি।

আরও উপস্থিত ছিলেন বহরা জামে মসজিদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ডাঃ নুরুল ইসলাম, বহরা জামে মসজিদের কোষাধ্যক্ষ মাহবুবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল্লাহ্ খান বাবলু, বহরা মসজিদের খতিব ও তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ কামাল, সমাজসেবক আশ্রাফ আলী, মুজিবুর রহমানসহ এ.এস.বি লিংক এর সকল কর্মকর্তাবৃন্দ।

স্পৃহা মানবিক সংগঠনের মুখপাত্র আবু কায়সার সৌরভ বলেন, সংগঠন থেকে আমরা সমাজসেবা ও সমাজের অবহেলিত শিশু শিক্ষা নিয়ে কাজ করবো, সচেতনতার মাধ্যমে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের উৎসাহিত করে পড়া লেখায় স্কুলের দিকে ফিরিয়ে আনবো। সুন্দর শিক্ষিত সমাজ ও সুন্দর সামাজিক দায়িত্ব থেকে আমাদের চিন্তা করা প্রয়োজন।

অন্যতম মুখপাত্র আজাদ আলী শুভ বলেন, সেবা ও শিক্ষা হবে আমাদের মূলনীতি। এই নীতির উপর থেকে সমাজে কাজ করে যাবো। মাদক ও অসামাজিক কার্যে না যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্পেন করবো এবং চিকিৎসা নিয়েও কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর