chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে: অনুপম সেন

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার হাত ধরে বাংলাদেশের জন্ম। বাঙালির সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। স্বাধিকারের জন্য আত্মত্যাগ হয়েছে বহুবার। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জন্ম।

গত শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসকাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী, অভিষেক ও সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. অনুপম সেন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে ভার্চুয়ালি অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন।

তিনি বলেন, বাঙালি, বাংলা ও মুক্তিযুদ্ধ একটি অপরটির পরিপূরক। সঠিক ইতিহাস তুলে ধরেই প্রজন্মের কাছে মশাল জ্বালাতে হবে।

বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডাঃ আর কে রুবেল এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গবেষক কেন্দ্রের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বেগম রোকেয়া পদক প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপচার্য ড. শিরিন আক্তার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বিজি এপি এম ই এর ১ম সহ-সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বিজয়’৭১ এর সভাপতি নাট্যজন ও সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সহ-সভাপতি আশিক বিন সাফা, নজরুল গবেষক এম এ সবুর, দিদারুল আলম দিদার, পরিমল কান্তি ধর।

এসময় উপচার্য ড. শিরিন আক্তার বলেন, বাঙালি স্থপতি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে পালন করা আমার ল্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে তরুণ প্রজন্মকে ইতিহাস চর্চার উপর গুরুত্ব আরোপে তিনি আহ্বান জানান।

প্রধান বক্তা ডাঃ মাহফুজুর রহমান বলেন, বিজয়’৭১ কে সাথে নিয়ে সব জায়গায় বাংলা চালু করতে হবে। এখনও অনেক স্থানে স্থাপনার নাম সাইনবোর্ডে ইংরেজি ফলকে আছে। তিনি আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এগুলো অপসারণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বিজয়’৭১ এর সদস্যদের আগামীতে এর জন্য একযোগে মাঠে নামতে বলেন।

এসময় তিনি বিজয়’৭১ এর নব নির্বাচিত ২০২০-২১ কমিটির ঘোষণা দেন। এতে নাট্যজন ও সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী কে সভাপতি ও কুতুবউদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য কমিটির ঘোষণা করেন। এসময় নব নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, ভানু রঞ্জন চক্রবর্তী, বাদশা মিয়া, রাখাল চন্দ্র ঘোষ, ডা: মো: কামাল উদ্দিন, এস এম লিয়াকত হোসেন, অমর দত্ত, অনিমা কামাল, শেলী বড়–য়া, দেবু প্রসাদ দাশ, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মো: আবদুন নুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: কুতুব উদ্দিন, শিক্ষিকা নীলা বোস, এস বি জীবন, লায়ন আবু সালেহ, ডা: মনির আজাদ, ডা: এস কে পাল সুজন, সন্দীপন মান্না, এস এম কামরুজ্জামান, মো: সেলিম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর