chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একঝলকে ২০২০

চলে গেল ২০২০। বছরটি ছিল করোনা মহামারির। করোনাভাইরাসের বাইরেও আলোচিত ছিল অনেক ঘটনা। সাড়া ফেলেছিল অনেক ছবিই। দেখে নেওয়া যাক সেসব আলোচিত ছবির একঝলক।

চট্টগ্রামের হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ থাকলেও এখন তা স্বাভাবিক হচ্ছে।
চট্টগ্রামের হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ থাকলেও এখন তা স্বাভাবিক হচ্ছে। করোনার প্রভাবে অন্য রোগীরাও হাসপাতালে ভর্তি হতে এসে আতংকে ভুগেন প্রতিনিয়ত। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তেমনি একজন গর্ভবতী নারী ভর্তি হতে এসে ভয়ে স্বজনের হাত ধরে আছেন। তখন পরিবারের অন্য স্বজনরা সাহস দিচ্ছিলেন পাশে থেকে। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
ঘূর্ণিঝড় আম্ফানের দেশের সমুদ্রবন্দর গুলোতে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্ফানের দেশের সমুদ্রবন্দর গুলোতে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে কর্ণফুলী নদীতে অবস্থান নিয়েছে অসংখ্য নৌযান। কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
রাস্তার-দখল
চট্টগ্রাম নগরীর ব্যস্ত এলাকা আগ্রাবাদে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হোটেল- রেস্তোরাঁ, বিপণীকেন্দ্র, সরকারি-বেসরকারি অফিস ব্যাংক-বীমা প্রতিষ্ঠান। এই ব্যস্ত এলাকায় ভ্রাম্যমাণ দোকানিরা দখল করে রাখছে সড়কের একটি বিরাট অংশ। পুলিশ বক্সের লাগোয়া এ ধরনের কয়েকটি দোকানপাট রাস্তার ওপর বিনা বাধায় তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সরিয়ে দিয়ে রাস্তার দখলমুক্ত করার কোনো তদারকি চোখে পড়ছে না। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
প্রতি বছর ঈদের সময় বাস ও রেলস্টেশনে থাকে ঘরমুখো হাজার মানুষের ভিড়। কিন্তু এ বছর মহামারি করোনাভাইরাসের কারণে দুরপাল্লার যোগাযোগ বন্ধ থাকায় রেল ও বাসগুলো কার্যত জনশূন্য প্রান্তরে পরিণত হয়েছে।
প্রতি বছর ঈদের সময় বাস ও রেলস্টেশনে থাকে ঘরমুখো হাজার মানুষের ভিড়। কিন্তু এ বছর মহামারি করোনাভাইরাসের কারণে দুরপাল্লার যোগাযোগ বন্ধ থাকায় রেল ও বাসগুলো কার্যত জনশূন্য প্রান্তরে পরিণত হয়েছে। নগরীর কদমতলী রেলস্টেশন থেকে তোলা । আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
যানজট
ক্রমেই ‘যানজটের নগরী’তে পরিণত হচ্ছে এ শহর। এ দুর্দশা থেকে রেহাই মিলছে না। মূল সড়কে সারি সারি পণ্যবাহী ট্রাক সীমিত করে দিচ্ছে অন্যান্য যান চলাচলের স্বাভাবিক গতি। ফলে যানজটে স্থবির হয়ে পড়ছে সব ব্যস্ত চলাচল। এ অপরিমেয় ক্ষতির দায় নিয়েই চলছে এ শহরের মানুষ। নগরীর স্টেশন রোড সংলগ্ন বিআরটিসি বাস স্ট্যান্ড এলাকার সামনের সড়ক থেকে তোলা।-আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
আনন্দ-অন্যরকম
করোনা মহামারির থাবায় গৃহবন্দি হয়ে পড়েছে সবাই। আড়ষ্ট হয়ে পড়েছে শিশু-কিশোরেরা। এর মাঝেই বাবা-মা’র হাত ধরে একেবারে জীবন্ত পশু-পাখির মুখোমুখি শিশুরা। সে এক অন্যরকম আনন্দ আর খুশি তাদের মনে। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গতকাল শুক্রবার তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
মৌসুমে ফল রসালো তাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে নগরীতে। রসালো এ ফলটি প্রতি বছরই এমন সময় বিশাল সংখ্যায় চোখে পড়ে নগরীর কদমতলীতে।
মৌসুমে ফল রসালো তাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে নগরীতে। রসালো এ ফলটি প্রতি বছরই এমন সময় বিশাল সংখ্যায় চোখে পড়ে নগরীর কদমতলীতে। এখান থেকে অনেক খুচরা বিক্রেতা রিকশাভ্যান বা সিএনজি করে যার যার এলাকায় নিয়ে যায় বিক্রির জন্য। কদমতলী ফ্লাইওভার এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
মানুষের ঘরে ও দোকানে গিয়ে খাবার যোগাড় করতো ছিন্নমূল লোকজন। এই করোনাকালে সবচেয়ে বিপাকে পড়েছে তারাও।
মানুষের ঘরে ও দোকানে গিয়ে খাবার যোগাড় করতো ছিন্নমূল লোকজন। এই করোনাকালে সবচেয়ে বিপাকে পড়েছে তারাও। কোথাও যেতে পারছেন না, তাই খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। খাবার নেই, ক্লান্ত শরীরে পথের ধারে শুয়ে আছে এক বৃদ্ধ। তাদের দেখার যেন কেউ নেই। নগরীর সিআরবি সাত রাস্তার মোড় থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী  
জিম্মি রোগী
জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীর হাসাপাতালে আসা-যাওয়ার মাধ্যম অ্যাম্বুলেন্স। কিন্তু সেখানেও সমস্যায় পড়তে হয় রোগীর স্বজনদের। কারণ হাসপাতালের সামনে অপেক্ষমান অ্যাম্বুলেন্স চালকদের একটি চক্রের কাছে তারা জিম্মি। সেখানে তাদের ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স ভাড়া করার কোনো সুযোগ নেই। আবার অযৌক্তিক ভাড়াও চাপিয়ে দেয় তারা। দীর্ঘদিনের এ সংকট, সমাধান মিলছে না এখনো। নগরীর আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী 
ঝুঁকিতে-পুলিশ-বক্স
ঝুঁকির মধ্যেই অবস্থান পুলিশ বক্সের। নালা সংস্কারের জন্যে সড়কে নির্মিত পুলিশ বক্সের পাশের বেশির ভাগ অংশই ভেঙে ফেলা হয়েছে। অনেকটা নাজুক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পুলিশ বক্সটি। কিন্তু বিষয়টি এখনো কারো নজরে আসেনি বলে মনে হয়।আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী
ব্যস্ততম সড়ক এখন জনশূন্য।
নগরীর ব্যস্ততম সড়ক এখন জনশূন্য। দেওয়ানহাট মোড় থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী 
করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে নগরীর মার্কেট ও শপিংমল গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।
মহামারি করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে নগরীর মার্কেট ও শপিংমল গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।ফলে প্রতি বছর ঈদের আগে যে মার্কেটগুলো লোকে-লোকারণ্য থাকতো এ বছর সেগুলো জনশূন্য নির্জন স্থানে পরিণত হয়েছে। নগরীর জহুর হকার্স মার্কেট থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী  
দখল
নগরীর গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিবহুল সড়কে হেঁটে নিরাপদে রাস্তা পারাপারে কথা ভেবেই তৈরি হয়েছে ফুট ওভার ব্রিজ। কিন্তু সেই ফুট ওভার ব্রিজ এখন বিভিন্ন ধরনের আসবাবপত্র, ক্ষুদ্রব্যবসায়ীদের দখলে। আবার কখনো কখনো মাদকসেবীরাও এগুলোর দখল নেয়ার অভিযোগ রয়েছে। আর এসবের ফলে এ পথে সাধারণ মানুষের চলাচল নিরাপদ থাকছে না। চট্টগ্রাম নগরীর নিউমার্কেট সংলগ্ন এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
ঝুঁকি আছে জেনেও দাঁড়িয়ে আছে দুইটি শিশু
ঝুঁকি আছে জেনেও দাঁড়িয়ে আছে দুইটি শিশু যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নগরীর সল্টগলা ক্রসিং এলাকায় থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী  
আম্পানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর।
চট্টগ্রামে আম্পানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
আবর্জনার-স্তুপ
বন্দর নগর চট্টগ্রামের মির্জা খালের বিশাল এলাকা জুড়ে আবর্জনার স্তুপ শক্তপোক্ত হয়ে মাটিতে মিশে গেছে। জলাবদ্ধতা সংকট নিরসন প্রক্রিয়ার জন্যেও যা একটি বড় ধরনের প্রতিবন্ধকতা বলে ভাবা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাম্প্রতিক নানা সংষ্কার এবং পরিচ্ছন্নতা অভিযানের পরেও কেনো এ খালের আবর্জনা নজর এড়িয়ে গেলো সেটাই বোধগম্য নয়। পাঁচলাইশ মির্জাখাল, এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
বড়-দুর্ঘটনা-থেকে-রক্ষা-পেল-বাইক-আরোহী-2
অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রেহায় ফেলেন এক মোটরবাইক আরোহী। নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে বিকালে তোলা। আলোকচিত্রী  এম ফয়সাল এলাহী
রেলওয়ের-২০-একর-জমি-উদ্ধার-অভিযান-প্রথমদিনে-ঝর্ণাপাড়ায়-এক-হাজার-স্থাপনা-উচ্ছেদ
প্রথমদিনে ঝর্ণাপাড়ায় এক হাজার স্থাপনা উচ্ছেদ। রেলওয়ের ২০ একর জমি উদ্ধার অভিযান । আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
যানজটের-ভয়াবহ-ঝুঁকি
‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র নির্মাণ কাজের জন্যে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সড়ক বিভাজকের দু’পাশে টিনের বেষ্টনী দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এ সড়ক ধরেই বিমান ও নৌ-বন্দর, কাস্টমস, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড, কেইপিজেড) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত চলে। এ সড়কে এমনিতেই দিনের বেশিরভাগ সময় যানজটে হিমসিম খেতে হয়। নতুন এ প্রতিবন্ধকতা সেই জটকে আরো ভয়াবহ করে তুলতে পারে। তাই যানজটের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
সমুদ্রে নিষেধাজ্ঞা থাকায় মেরামতকৃত জাল নিয়ে যাচ্ছে এক জেলে।
সমুদ্রে নিষেধাজ্ঞা থাকায় মেরামতকৃত জাল নিয়ে যাচ্ছে এক জেলে। আকমল আলী রোড বেড়িবাঁধ জেলে পাড়া এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী 
যানজট
নগর জীবনের প্রতিদিনের চিত্র এটি। মনে হয়, কোনো কোনো সড়কে যানজট তার ঐতিহ্য বজায় রেখে চলেছে। দীর্ঘ সময়েও এ সমস্যার খুব একটা সমাধান চোখে পড়েনি নগরবাসীর। শুধুই ভোগান্তির মাত্রা বেড়েছে। এ দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় সবাই। স্বপ্ন দেখে, যানজটমুক্ত নিরাপদ নগরীর। সেই আয়োজনের তৎপরতাই সবথেকে জরুরি। চট্টগ্রাম নগরীর স্টেশন রোড সংলগ্ন রিয়াজউদ্দিন বাজার কাঁচাবাজারের মুখ থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
দেওয়ানহাট-ওভার-ব্রীজ
সময় গড়িয়েছে অনেক। এর মধ্যে সংস্কারের প্রয়োজনও তাই অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু সেদিকে নজর পড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।ফাটল ধরা পড়েছে ওভার ব্রীজের গায়ে। এর নিচেই রয়েছে জনবসতি। কাজেই সময় মতো এর সংস্কারের উদ্যোগ না নেয়া হলে ঘটতে পারে বড় ধরনের বিপদ। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী
করোনা থেকে বাঁচার অন্যতম হাতিয়ার মাস্ক।
মুখে নেই করোনা থেকে বাঁচার অন্যতম হাতিয়ার মাস্ক। নগরীর দেওয়ান হাট মোড়ে শত শত মানুষের লোক সমাগম করে বসেছে কবুতরের হাট। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী  
বৃষ্টিতে সড়কে যানজট,করোনার মহামারিতে রোগীবাহী অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় আটকে থাকতে দেখা গেছে নগরীর দেওয়ানহাট মোড়ে। ট্রাফিক ব্যবস্থা ছিল একেবারে নাজুক, বাসগুলো রাস্তায় এলোমেলো দাঁড়িয়ে। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী 
ভাড়াটিয়ার-দুর্ভোগ
বছর শেষে নগরীর ভাড়াটিয়াদের দুর্ভোগ বাড়ে। বাড়িওয়ালার ভাড়ার চাপ বহন করতে না পেরে অবশেষে অপেক্ষাকৃত কম ভাড়ায় অন্য বাড়িতে যেতে হয়। মালামাল নিয়ে ছুটতে হয় অন্য গন্তব্যে। বাসা পাল্টানোর ভোগান্তি ভাড়াটিয়া মাত্রই অবগত আছেন। এক পরিসংখানে জানা যায়, চট্টগ্রামে ২৬ বছরে বাড়ি ভাড়া বেড়েছে ৩০০ শতাংশ। প্রতি বছরই লাগামহীনভাবে বাড়ছে বাসা ভাড়া। এটা যেন নিয়মে পরিণত হয়েছে। বলা যায়, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। এমনকি ভাড়াটিয়াদের ভাড়া রশিদ দেয়ার নিয়ম থাকলেও তাও মানা হয়না। চট্টগ্রাম নগরীর চৌমুহনী মোড় থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
বর্ষায় সামান্য বৃষ্টিতে গর্ত সড়কে কাদার রাজত্ব চলছে।
বর্ষায় সামান্য বৃষ্টিতে গর্ত সড়কে কাদার রাজত্ব চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছে রিকশা চালকসহ পথচারীরা। নগরীর সদরঘাট থানাধীন ঢাকা ট্রাঙ্ক রোড ,মাদারবাড়ী পানির টাংকি এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
কাজ-চলছে-এলিভেটেড-এক্সপ্রেসওয়ে
গত কয়েকদিন ধরে নগরীর আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ তোড়জোড় চলছে। রাস্তার একপাশে সড় ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আবার কোথাও কোথাও অধিগ্রহণের সীমানা ছেড়ে দিতে মালিকপক্ষ স্বেচ্ছায় রাস্তার পাশের দোকানপাট ভেঙে পুন:নির্মাণে হাত দিয়েছে। নগরীর আগ্রাবাদ বারিকবিল্ডিং এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
সদরঘাট এলাকায় ডুবে যাওয়া লাইটারেজ জাহাজ ‘এম ভি বর্ণিয় প্রিন্স-২’। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ।
জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। ফিশিং ট্রলার থেকে ঠেলা গাড়িতে করে মাছগুলো বিক্রির জন্য নগরীর নতুন ফিসারিঘাটে আনা হয়েছে। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
চট্টগ্রামে-বিপদের-নাম-ঝুলন্ত-তার-
চট্টগ্রামে বিপদের নাম ঝুলন্ত তার। রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে তোলা । আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
নিয়ম ভেঙে পারাপার
দিনের আলোতে সহজে রাস্তা পারাপারের কৌশল! সড়ক বিভাজক ডিঙিয়ে চালক তাঁর রিকশা তুলে নিয়ে চলেছেন রাস্তার অপর পারে। নিয়ম ভাঙার এই রীতি প্রশ্রয় পাওয়া অনাকাঙ্খিত। এভাবে রাস্তা পারাপারের মারাত্মক ঝুঁকি অস্বীকারেরও উপায় নেই। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সড়কের মিস্ত্রিপাড়া সংলগ্ন এলাকা থেকে তোলা। আলোকচিত্রী – এম ফয়সাল এলাহী
টানা বর্ষণে ও জোয়ারের পানিতে নগরীর অনেক নিচু এলাকা জলমগ্ন হয়ে আছে।
টানা বর্ষণে ও জোয়ারের পানিতে নগরীর অনেক নিচু এলাকা জলমগ্ন হয়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ। নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
সরকারি গণপরিবহন বিআরটিসি বাসে মানছে না করোনাকালীন স্বাস্থ্যবিধি।
সরকারি গণপরিবহন বিআরটিসি বাসে মানছে না করোনাকালীন স্বাস্থ্যবিধি। নিয়মের তোয়াক্কা না করে বাড়তি যাত্রী নেয়া হচ্ছে বাসে। নগরীর টাইগারপাস মোড় থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী  
মাঝ রাস্তায় দেবে গেল ট্রাক।
মাঝ রাস্তায় দেবে গেল ট্রাক। নগরীর বাংলাবাজার রশিদ বিল্ডিং মোড় থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী 
তীব্র গরমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন এক ভ্রাম্যমাণ হকার।
তীব্র গরমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন এক ভ্রাম্যমাণ হকার। পাশে উনার ভ্যানটি চুরি হওয়ার ভয়ে একহাতে ধরে রাখেন। নগরীর সরদরঘাট থানাধীন বাংলাবাজার এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী 
রাঙ্গুনিয়া গুমাই বিল।
রাঙ্গুনিয়া গুমাই বিল। সৌন্দর্যের এক অপরূপ লীলা ভূমি। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
সড়কের দুর্দশা
চট্টগ্রাম নগরীর প্রায় সড়কই ক্ষত-বিক্ষত। কখনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীন খোঁড়াখুড়ি, কখনো সড়কের আস্তরণ সরে গিয়ে ছোট থেকে ক্রমেই বড় গর্তের সৃষ্টি হয়। এরপর দিনের পর দিন সেটি সংষ্কারবিহীন পড়ে থাকে। সড়কের এ দুর্দশায় ভোগান্তি বাড়ে যান এবং পথ চলাচলে। নগরীর বারিক বিল্ডিং মোড়ের স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোনে কথা বলে রাস্তা
প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোনে কথা বলে রাস্তা পারাপার নিষেধাজ্ঞা থাকলেও মানছে না সাধারণ জনগণ। আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী
প্রতিনিয়ত যানবাহনের হর্ন শব্দদূষণের মাত্রা বাড়িয়ে তুলছে।
প্রতিনিয়ত যানবাহনের হর্ন শব্দদূষণের মাত্রা বাড়িয়ে তুলছে। নগরীর দেওয়ানহাট মোড় থেকে তোলা। আলোকচিত্রী- এম ফয়সাল এলাহী
এই বিভাগের আরও খবর