chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা প্রতিরোধে শাটডাউন দীর্ঘায়িত করছে জার্মানী

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শাটডাউন দীর্ঘায়িত করছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও দেশটির ১৬ রাজ্যের প্রধানমন্ত্রীরা মঙ্গলবার এ লক্ষ্যে বৈঠকে বসছেন। তারা ১০ জানুয়ারির পরও বর্তমান আংশিক লকডাউন জারি রাখতে চান।

দেশটিতে ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো সর্বোচ্চ মৃত্যু সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জার্মানীতে এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী জেন্স স্পান সোমবার বলেছেন, সংক্রমণ হার এখনও অনেক বেশি। নিষেধাজ্ঞা আরো বাড়ানো প্রয়োজন হবে।
এদিকে দেশটিতে ২৬ ডিসেম্বর টিকা কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত দুই লাখ ৬৪ হাজারেরও বেশি লোককে টিকা দেয়া হয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর