chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাধা যতই আসুক নির্বাচনের মাঠ ছাড়বো না: শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত নগর বিএনপির আয়োজিত সভায় এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকায় আওয়ামী শতভাগ নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। নির্বাচন কমিশন অভিযোগ দিলেও কোন কাজ হয় না। নির্বাচন কমিশনে কোন ধরনের বিচার নেই। সকলের প্রতি সমানভাবে আইন প্রয়োগের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা জুমুল নির্যাতন করতে করতে কাঠি সোনাতে পরিণত হয়েছে। সব ঠিক থাকলে বিশাল ভোটে বিএনপি বিজয় লাভ করবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায় সেই ব্যবস্থা করতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, যতো বাধা আসুক আমরা নির্বাচনের মাঠে থাকবো। প্রয়োজনে রক্ত দেবো, তারপরও নির্বাচনের মাঠ ছাড়বো না। সকল অন্যায় প্রতিহত করে জয় ছিনিয়ে আনবো। যে সম্মান দেখিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে, সেই সম্মান আমি রাখবো। নগর বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শাহাদাত আরো বলেন,‘নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানিয়েছি, ভোটকেন্দ্রে আইডি কার্ড ছাড়া কেউ যেনো ঢুকতে না পারে। এ ছাড়া আরও কিছু দাবি জানিয়েছি। আশা করি, কমিশন দাবিগুলো মানবে’।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান শামীম বলেন, চসিক নির্বাচনে যারা জীবন বাজি রেখে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী করে আনবে, তাদের বিএনপির কমিটিতে মূল্যায়ন করা হবে। জনমত বিএনপির সঙ্গে আছে। তারাই আমাদের শক্তি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে বিজয় আমাদের হবেই।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সভাপতি ডা. শাহাদাত হোসেন। এ সময়  উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ নেতারা।

এই বিভাগের আরও খবর