chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার আতঙ্কে পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ

করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ৫জন পাকিস্তানে । যার মধ্যে  অন্যতম শহর করাচিতেই দুজন! এই অবস্থায় তৃতীয় দফার পাকিস্তান সফরের আগে ভয় কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঝে (বিসিবি)। তাই সফরের আগে এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনায় বসবে বিসিবি।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল গণমাধ্যমে বলেন, ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ কিনা, তা সবার আগে ভাবতে হবে। এ বিষয়ে আমরা কখনো আপোস করবো না।’

তিন দফার সফরে এরই মধ্যে দুইবার পাকিস্তান সফর করে ফেলেছে বাংলাদেশ। শেষ দফার সফরে ৩ এপ্রিল হবে একটি ওয়ানডে। ৫ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই হবে করাচিতে। এখানেই দুজন আক্রান্ত থাকায় আতঙ্ক কাটছে না বাংলাদেশরও। তার ওপর সিন্ধুতে ১৩ মার্চ পর্যন্ত স্কুল বল রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আলোচনায় বসবে পিসিবির সঙ্গে  বিসিবি বিপিদ জনক পরিস্তিতি নিয়ে। যদি ঝুঁকি মনে হয়-ই, তাহলে মুমিনুল হক-তামিম ইকবালদের এই দফায় পাঠাবে না বিসিবি, ‘পিসিবির সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনায় বসবো। যদি দেখি সত্যিকার অর্থেই কোন ঝুঁকি আছে। তাহলে পাকিস্তানে দল পাঠাবো না। তবে এই মুহূর্তে সিদ্ধান্ত দিয়ে ফেলাটা তড়িঘড়ি হয়ে যাবে। আমাদের হাতে এখনও সময় আছে।’

জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।  পাকিস্তানের সিরিজ ছিল ২-০ তে। বৃষ্টিতে ভেসে গিয়েছিল শেষ ম্যাচটি । ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে খেলেছে একটি টেস্ট। টেস্টটি পাকিস্তান জেতে এক ইনিংস ও ৪৪ রানে।

 

 

এই বিভাগের আরও খবর