chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ:  আজ মিয়ানমারে জাতীয় নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানী নেপিডোসহ সাতটি রাজ্য ও সাতটি অঞ্চলে একযোগে ভোট চলছে।

রবিবার ( ৮ নভেম্বের)  স্থানীয় সময় ভোর ৬টার সময় ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরে ভোট দিচ্ছেন ভোটাররা।

নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে আরও ৯১ দল অংশ নিচ্ছে।

বিবিসি ও সিএনএন জানিয়েছে, ধারণা করা হচ্ছে অং সান সু চির ‘জনপ্রিয়তা’ বিবেচনায় তার দল এনএলডি আবারও ক্ষমতায় আসবে।

সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের জনগোষ্ঠী সু চিকে জাতির মাতা হিসেবে বিবেচনা করে। গত বছর হেগের আদালতে ‘রোহিঙ্গা গণহত্যা’র অভিযোগ প্রশ্নে মিয়ানমারের পক্ষে সাফাই গাওয়ার পর দেশের ভেতরে তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

তবে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে নির্বাচন নিয়ে ক্রমাগত বাড়ছে অনীহা। গভীর হচ্ছে ক্ষোভ। নিপীড়িত রোহিঙ্গাসহ প্রায় ২৬ লাখ সংখ্যালঘুকে ভোটাধিকারবঞ্চিত করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

নোবেলজয়ী অং সান সু চি ও তার দল এনএলডি ২০১৫ সালের নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে। ৫০ বছর ধরে সামরিক শাসনে থাকার পর মিয়ানমার পায় প্রথম বেসামরিক সরকার।

নচ/চখ

এই বিভাগের আরও খবর