chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাবির সাবেক উপাচার্য আলতাফ হোসেন মারা গেছেন

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আলতাফ হোসেন ইন্তোকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অধ্যাপক আলতাফ হোসেন মৃত্যুকালে স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তিনি ১৯৯৪ সালের ২৭ আগস্ট থেকে ১৯৯৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ১৫ মে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।

আলতাফ হোসেন ২০০৬-০৮ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন পদ্মা নদীতে ঘড়িয়াল প্রজাতি সংরক্ষণের অন্যতম গবেষক।

বৃহস্পতিবার বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

এএমএস/চখ