chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় কেউ আটক হয়নি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সংর্ঘষের ঘটনার ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে আটক করা সম্ভব হয়নিঘটনায় বাঙালিসহ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ চট্টলার খবরকে জানান, সংর্ঘষের ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পে বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে রেহিঙ্গারা দফায় দফায় সংর্ঘষে জড়ায়। এতে  দুই বাঙালিসহ ৪ জন মারা যায়। এরা হলেন টেকনাফের বাসিন্দা নুরুল হুদা ও আবুল বশর এবং কুতুপালং ক্যাম্পের বাসিন্দা গিয়াস উদ্দিন ও মো.ফারুক।

 এমএইচকে/এএমএস

এই বিভাগের আরও খবর