chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাহবাগে ধর্ষণ বিরোধী গণজমায়েত

ডেস্ক নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় এবং দেশব্যাপী সকল ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জমায়েত হয়েছে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।

শাহবাগে ধর্ষণ বিরোধী গণজমায়েত

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা এগারোটা থেকে গণজমায়েত এবং শাহবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল নিয়ে যাওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এই কর্মসূচি কিছুটা বিলম্ব হয়েছে।

শাহবাগে ধর্ষণ বিরোধী গণজমায়েত

পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করছে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’। বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও লেখক বুদ্ধিজীবীসহ সমাজের নানা স্তরে মানুষজন এই সমাবেশে যোগ দেন এবং বক্তব্য প্রদান করেন।

শাহবাগে ধর্ষণ বিরোধী গণজমায়েত

সমাবেশ শেষে অল্প কিছুক্ষণের মধ্যেই কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক এবং শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিটন নন্দী।

শাহবাগে ধর্ষণ বিরোধী গণজমায়েত

এ সময় গণজামায়েতে ধর্ষণ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে আন্দোলনরতদের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর