chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাপানে কোয়ারেন্টাইনে রাখা জাহাজে করোনা ভাইরাসে মৃত ২

জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত সপ্তাহ আগে ওই দুই যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের দু’জনের বয়সই ৮০ বছরের বেশি।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো বলেন, ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ার পর তাদের (মৃত দুই যাত্রী) চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। আমার বিশ্বাস, সবচেয়ে সেরা চিকিৎসাই পেয়েছেন তারা।

জাহাজটির প্রায় তিন হাজার সাতশ’ যাত্রীকে দু’ সপ্তাহের বেশি সময় ধরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের মধ্যে অন্তত ৬২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যারা এ ভাইরাসে আক্রান্ত হয়নি, বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে তারা জাহাজ ছাড়তে শুরু করেছেন।

এই বিভাগের আরও খবর