chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে ধরা পড়ল ৪০০ কেজির বিরল তলোয়ার মাছ

বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০ কেজি ওজনের ২৫ ফুট লম্বা বিরল প্রজাতির একটি তলোয়ার মাছ ধরা পড়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর পুরানপাড়া ঘাটে মাছটি দেখা যায়।

এসময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। জেলেরা জানান, আজ বুধবার মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ‌্যে এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এই প্রথম তাদের জালে উঠেছে।

ধলা মিয়া নামে এক আড়তদার মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেন। তিনি জানান, বুধবার সকালে স্থানীয় জেলে আবু তৈয়বের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

উল্লেখ্য, মাছটির তলোয়ারাকৃতির ঠোঁটের জন্য ইংরেজিতে বলা হয় ‘সোর্ড ফিশ’। কোনো কোনো দেশে মাছটি ব্রডবিল নামেও পরিচিত।  মাছটির বিশেষত্ব হলো এটি খুব ভালো শিকার করতে সক্ষম, সবচেয়ে দ্রুতগামী মাছদের মধ্যে এটি অন্যতম এবং ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর