chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে পিএনসির জয়

মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনে মোট ৯৩টি আসনের মধ্যে ৬৬টিতে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) জয় পেয়েছে।

রবিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৮৬টি আসনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

এ দিকে মালদ্বীপের পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারতপন্থি ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। চীনপন্থি মুইজ্জু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ নেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তাদের শরিকদের মাত্র আটটি আসন ছিল।

ভারতবিরোধী অবস্থানের কারণে মালদ্বীপে জনপ্রিয় হয়ে ওঠেন মোহামেদ মুইজ্জু। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সরকার গঠনের পর মালদ্বীপে অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের চুক্তি করেন মুইজ্জু। মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে তার প্রশাসন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর