chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে

দাবদাহের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি নামল বন্দরনগরী চট্টগ্রামে। বন্দরনগরীতে ভোর থেকেই মেঘলা আকাশ দেখা যায়। শুধু বন্দরনগরীতে নয়, এছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি নামে।

রবিবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার পর থকেই নগরীতে বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছে তীব্র গরম ও ঘনঘন লোডশেডিংয়ে নাকাল নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানায়, শুধু চট্টগ্রাম নয় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জড় বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টির এই ধারা নিয়মিত হয়তো দেখা পাওয়া সম্ভাবনা খুবই কম। এছাড়া সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

নগরীর আগ্রাবাদ মোড়ের চা বিক্রেতা মোহাম্মদ মামুন জানায়, ‘গরমের কারণে দিনের বেলায় দোকান বন্ধ রাখতে হচ্ছে। রাতেও তেমন বেচাবিক্রি নেই। বৃষ্টি যেন শান্তি নিয়ে এল।’ তবে চট্টগ্রামে নগরের একেক স্থানে বৃষ্টির স্থায়িত্ব ছিল একেক রকম। অনেকে দেখা গেছে বাড়ির ছাদে উঠে বৃষ্টিতে ভিজছেন।

অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে

এইদিকে, ঢাকাসহ ৭ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাসঢাকাসহ ৭ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর