chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আটক পাঁচ ডাকাতি মামলার পলাতক আসামী

ঝালকাঠির কাঠালিয়ায় দুর্ধর্ষ ডাকাতি মামলাসহ ৫ মামলার পলাতক আসামি মো. মনিরুল ওরফে ডাকাত মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মনিরুল বরগুনা জেলার সদর থানার বড় গৌরীচন্না এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টায় পাহাড়তলীর অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গত ১৯ মার্চ রাতে ঝালকাঠির কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নের বানাই এলাকায় ইফসুফ আলী নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ছয়-সাতজন ডাকাত। এসময় তারা বাড়ির সদস্যদের মারধর করে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ডায়মন্ডের নাক ফুল ও কানের দুল, এ্যান্ড্রয়েট মোবাইল সেট এবং নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ইফসুফ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এ ডাকাতি মামলার আসামি মনিরুল ইসলামকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় অলংকার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুলের বিরুদ্ধে বরগুনা, পিরোজপুর এবং পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলার রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর