chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লঙ্কানদের চাপে রেখেছে টাইগাররা

শুরু থেকেই লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে সফরকারীদের ওপর ছড়ি ঘুরাচ্ছেন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানরা। ১১৭ রানের মধ্যে পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

তাসকিন-মোস্তাফিজের পর আঘাত হানেন রিশাদ হোসেন। দলে সুযোগ পেয়ে জানান দিচ্ছেন নিজের সামর্থ্যের। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরিয়েছেন চারিথ আসালাঙ্কাকে। ৪৬ বলে ৩৭ করে আউট হন আসালাঙ্কা।

লঙ্কান টপ-অর্ডারে ভাঙনের শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ। নিজের প্রথম দুই ওভারেই তুলে নেন দুই উইকেট। আগের ইনিংসে দুর্দান্ত শতক হাঁকানো পাথুম নিশানকে দিয়ে যার শুরু, পরে ফেরান আভিষ্কা ফার্নান্দোকেও।

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রেখেছিলেন নিশানকা। খেলেন ১১৪ রানের ইনিংস। তবে এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরান তাসকিন। এলবিডব্লুর ফাঁদে পড়ে নিশানকা আউট হন ৮ বলে ১ রান করে। আরেক ওপেনার আভিষ্কাকে ফেরান নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে এসে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানান ৬ বলে ৪ রান তুলতেই। ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট হারায় তারা।

এরপর দৃশ্যপটে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সাদিরা সামারাবিক্রমাকে ফেরান তিনি। সাদিরা আউট হন ১৫ বলে ১৪ রান করে মুশফিককে ক্যাচ দিয়ে। তাসকিন-মোস্তাফিজের পর আঘাত হানেন রিশাদ হোসেন।

পরের উইকেটটাও যায় মোস্তাফিজের ঝুলিতে। এবার ফেরান ৪৬ বলে ৩৭ রান করা আসালাঙ্কাকে। তাতে ২৫ ওভারে ১২৫ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে এখন দলকে টানছেন জেনিথ লিয়ানগে। ৪০ বলে ৩৫ রানে ব্যাট করছেন তিনি।

সোমবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে লঙ্কানরা।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর