chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নির্বাচিত না হলে রক্তের বন্যা বয়ে যাবে: ট্রাম্প

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। আসন্ন নির্বাচনে আমি নির্বাচিত না হলে আমেরিকায় ‘রক্তবন্যা’ বয়ে যাবে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে প্রেসিডেন্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করার একদিন পরেই ‘রক্তবন্যা’ বয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তবে ঠিক কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটতে পারে তা পরিষ্কার করেননি তিনি।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত না হই এখানে রক্তবন্যা বয়ে যাবে, কিছু না হলেও এটা ঘটবে। (আর যদি নির্বাচিত হই) তারা (চীনারা) গাড়ি বিক্রি করতে পারবে না।

এ সময় ট্রাম্প আরও বলেন, আমি বিশ্বাস করি এই ৫ নভেম্বর তারিখটি দেশের (যুক্তরাষ্ট্রের) ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে। যদি এই নির্বাচনে জয়ী না হই, আমি নিশ্চিত নই আপনারা এই দেশে আর কখনও নির্বাচন দেখবেন।

বক্তব্যে বাইডেনের অভিবাসন নীতিকে ‘ভয়ংকর’ বলে সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, দশ লক্ষাধিক নতুন অভিবাসীর অনুমোদন করে বাইডেন আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ক্রমাগত ছুরি চালিয়ে গেছেন, এতে ‘হিস্পানিক আমেরিকানরা’ সবচেয়ে বেশি ভুক্তভগী।

এই সময় ট্রাম্প আবারও জো বাইডেনকে আমেরিকার ইতিহাসে নিকৃষ্টতম প্রেসিডেন্ট উল্লেখ করেন।

মোহভ/চখ

এই বিভাগের আরও খবর