chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাইয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, ৩ দোকানে জরিমানা

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় মূল্যতালিকা প্রদর্শন না করা ও সড়ক বেদখল করে রাস্তার ওপর মালামাল রাখায় ৩ দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) উপজেলার বড়ইছড়ি এলাকা ও কাপ্তাই নতুন বাজারে কাপ্তাইয়ের ইএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন বলেন, বড়ইছড়ির একটি দোকানকে ২ হাজার টাকা এবং আরেকটি দোকানকে একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সড়ক বেদখল করে রাস্তার ওপর মালামাল রাখার দায়ে একই আইনের ৩৮ ধারায় কাপ্তাই নতুন বাজারের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, কাপ্তাই থানার ওসি মো. আবুল কালামসহ পুলিশ সদস্যরা

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর