chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুসিক উপনির্বাচনে ৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সূচনা

কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ৫০টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ২১ হাজার ৪৮৪ ভোট, টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ৫ হাজার ৪৮৪ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ২ হাজার ২১০ ভোট।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাদের মধ্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতী প্রতীকে, সাবেক দুইবারের মেয়র বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে এবং বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর