chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ‘জয় বাংলা’ কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

সুরের ঝংকার উঠেছে এমে আজিজ স্টেডিয়ামের মাঠে

বাংলা ব্যান্ডের তালে তারুণ্যের চিত্ত জেগে উঠল এমএ আজিজ স্টেডিয়ামের সবুজ মাঠে, হাজারো তরুণের উচ্ছ্বাসে ধ্বনিত হল সময়ের লাগাম ধরে সামনে বাড়ার প্রতিশ্রুতি। চট্টগ্রাম প্রথমবারের মত চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন এই জয় বাংলা কনসার্ট।তবে প্রথমবারের মত চট্টগ্রামে উচ্ছ্বাস তারুণ্যের।

বিকাল ৩টার দিকে কনসার্টের প্রথম ব্যান্ড তীরন্দাজ ব্যান্ড’ মঞ্চে ওঠে।  এরপর শোনান নিজেদের কয়েকটি গান।

এবারের কনসার্টে তরুণ ব্যান্ড ‘কার্নিভাল’কে নিয়ে শ্রোতাদের আলাদা আগ্রহ ছিলো। দ্বিতীয় পারফর্মার হিসেবে তারা মঞ্চ মাতিয়েছেন। গেয়েছেন ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘আমার সত্য’, ‘ভ্রম’, ‘সেইসব দিনরাত্রি’ গানগুলো।

এ প্রজন্মের অন্যতম সেরা ব্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে ‘মেঘদল’।  শিবু কুমার শীল-মেজবাউর রহমান সুমনেরা তাদের পরিবেশনা শুরু করেন বিখ্যাত গান ‘মুক্তির মন্দির সোপান তলে’ দিয়ে। এরপর নিজেদের শ্রোতাপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এর মধ্যে ছিলো ‘এসো আমার শহরে’, ‘চার চার চৌকো জানালায়’, ‘নির্বাণ’, ‘এ হাওয়া’ ইত্যাদি।

বিকেল  ৫ টার  পর মঞ্চে ওঠে ‘অ্যাভয়েড রাফা’।মুক্তিযোদ্ধাদের জন্য নিবেদিত গান ‘মোরা ঝনঝার মত উজ্জবল দিয়ে তারা পরিবেশনা শুরু করেন। এরপর নিজেদের কয়েকটি শ্রোতাপ্রিয় গান পারফর্ম করেন।

দর্শক গ্যালারি মাতাতে বরাবরই পটু ব্যান্ড ‘লালন’। ব্যতিক্রম ঘটেনি এবারও। মঞ্চে উঠে প্রথমেই গেয়ে শোনান ‘জয় বাংলা  গানে  ’। এরপর ‘সময় গেলে সাধন হবে না’, ‘এক চোখেতে হাসন কান্দে’, ‘রুহানি’, ‘ভবের পাগল’ গানগুলোয় মাতিয়ে রাখেন তরুণদের।

‘জেগে উঠো  গান দিয়ে ঝাঁজালো পারফর্মেন্স শুরু করে ব্যান্ড ‘ক্রিপটিক ফেইট’। সাকিব চৌধুরীর শক্তিশালী কণ্ঠের সঙ্গে চিৎকার করে গলা মেলায় দর্শক-শ্রোতারা।

এরপরেই আসে তরুণদের প্রিয় ব্যান্ড ‘নেমেসিস’ মঞ্চে উঠেই । এরপর তারা নিজেদের ‘জানালা’, ‘কোনও দিন’, ‘বীর’, ‘অবচেতন’, ‘গণজোয়ার’ ও ‘কবে’ গানগুলোয় শ্রোতাদের মাতিয়েছেন।

রাতের অন্ধকার নেমে গেছে শহরে। নিভিয়ে দেওয়া হয় কনসার্ট মঞ্চের আলোও। সেই অন্ধকারেই কনসার্টে ওঠে সম্প্রতি দুই দশক পেরোনো জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। তাদের পরিবেশনা শুরু হয় ‘বিচ্ছুরণের আলোয় যখন দ্বিগুণ হারে জ্বলছো’ গান দিয়ে। এরপর একে একে শারমিন সুলতানা সুমীর কণ্ঠে বেরিয়ে আসে ‘জাদুর শহর’, ‘দুনিয়া’, ‘কানামাছি’র মতো নন্দিত গানগুলো।

সবশেষ চমক হিসেবে ‘জয় বাংলা কনসার্ট’ মাতিয়েছে মেটাল ব্যান্ড ‘আর্টসেল’। ‘চল চল চল’ গান দিয়ে শুরু হয় তাদের পাওয়ারফুল পারফর্মেন্স। এরপর আরও কিছু গানে শ্রোতাদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসিয়ে বিদায় নেন লিংকন ও তার দল।

এই বিভাগের আরও খবর