chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় লবণবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনির আহমদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল-চৌফলদন্ডী সড়কের বায়ু-বিদ্যুৎ প্রকল্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির আহমদ ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।

এ সময় অটোরিকশার চালক ও এক যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা ধাওয়া করে ওই ট্রাকচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

তবে আহত অটোরিকশাচালক ও যাত্রীর তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেননি বলে জানান পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।

ওসি রকিবুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বায়ু-বিদ্যুৎ-সংলগ্ন এলাকায় চৌফলদন্ডীমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হন। এ সময় ট্রাকচালক পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা ধাওয়া করে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর