chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ার চেয়ারম্যান বাবুলের কবরে শ্রদ্ধা জানালেন বিপ্লব বড়ুয়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রয়াত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সোমবার (৪ মার্চ) সকালে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবচার চৌধুরী, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, শহীদুল কবির সেলিম, লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুছ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদোয়ানুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইমরান হোসেন রকি, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জিয়াউল হক চৌধুরী বাবুল-দীর্ঘ ৪০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে ছিলেন। তিনি ১৫ বছর লোহাগাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, পরে লোহাগাড়া সদরের ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ১৭ বছর। সর্বশেষ গত দশ বছর ধরে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে পালন করছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর