chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনিরাপদ সার্কিট হাউজ

রাষ্ট্রীয় বিভিন্ন কাজে চট্টগ্রামে সার্কিট হাউজে মন্ত্রী, ভিআইপি কর্মকর্তা ও জনপ্রতিনিধি সচিবরা অস্থায়ী ভাবে অবস্থান করেন। তবে কিছু মাস আগে শিশু পার্ক ভেঙে ফেলার পর রাত হলেই সার্কিট হাউজ যেনো হয়ে উঠেছে অনিরাপদ। প্রতিরক্ষা সীমানা না থাকায় সার্কিট হাউজের পাশে চলে মাদকের আড্ডা। এতে করে সংকায় জননিরাপত্তা।

সরেজমিনে  গিয়ে দেখা যায়, সার্কিট হাউজে ফুটপাতে  বসে গাঁজায় টান দিয়েছে বেশ কয়েক জন মাদকসেবি। ভবঘুরে ছিন্নমূল মানুষ যেনো শুয়ে আছেন।অসামাজিক কার্যকলাপের জন্য অন্ধ্যকার ছন্ন জায়গায় কিছু তরুনীকে ঘুরাফেরা করতে দেখা যায়।

আসাদ উল্লাহ নামের এক পথচারী বলেন,এই রাস্তা এখন অনিরাপদ হয়ে উঠেছে ।গা শিউরে উঠে হাটতে গিয়ে।মাদকের গন্ধ ভেসে আসে।

আরেক পথচারী বলেন,সার্কিট হাউজে মন্ত্রী, ভিআইপি থাকেন নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। রাত হলে  ছিনতাই ঘটনা ঘটে। প্রশাসনের নজরে আসা উচিৎ।

সার্কিট হাউজের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাড়ানোর দাবি পথচারিদের।

উল্লেখ্য,গতবছর  ২৩ অক্টোবর কাজীর দেউড়ি সংলগ্ন শিশু পার্কটি  সিলগালা করে পরে উচ্ছেদ করে তা  প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হয়।

জুইম/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর