chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

 

অভিনেত্রী অঞ্জনা ছিলেন ভারতের অভিনেতা উত্তম কুমারের নায়িকা এবং অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু।

 

তার জামাই যিশু এবং সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলসহ টালিউডের অনেকেই হাসপাতালে রয়েছেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক।

গত পাঁচ-ছয় মাস ধরে তিনি একপ্রকার শয্যাশায়ী ছিলেন। তার দেখভাল করতেন মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন দুজনই।

১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। তার আসল নাম আরতি ভৌমিক, ডাক নাম বাবলি।

ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অঞ্জনা ভৌমিক। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’র মতো সিনেমায় তার অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। উত্তর কুমারের সঙ্গে তার জুটি দর্শকের কাছে খুব প্রিয় ছিল। তবে একটা সময়ের পর আর অভিনয় জগতে ছিলেন না অঞ্জনা ভৌমিক।

 

মোহভ/চখ